Calcutta Youth Choir - Sagar Nadi Kato Dekhechhi

সাগর নদী কত দেখেছি দেশ
আর পাহাড়ে সোনালি কত সূর্যোদয়
আমি দেখেছি দ্বীপ কত অন্তরীণ
আর নিশীথ রাত্রি বনে চন্দ্রোদয়

তবুও ভরে না মন, হায় ভরে না মন
কী করে বোঝাবো যা দেখে নয়ন
সব সেরা দেশ, আনে হৃদয়ে রেশ
আহা জন্মভূমি এই আমার দেশ

তবু ভরে না মন, হায় ভরে না মন
কী করে বোঝাবো যা দেখে নয়ন
সব সেরা দেশ, আনে হৃদয়ে রেশ
আহা জন্মভূমি এই আমার দেশ

দেখেছি মরুভূমি বালুকাময়
আহা ঝরনার ঝরঝর জলপ্রপাত
পাহাড়ি পথ বেয়ে চলেছে যে
নীল সাগরে মিশে যেতে শুনে যে ডাক

তবু ভরে না মন, হায় ভরে না মন
কী করে বোঝাবো যা দেখে নয়ন
সব সেরা দেশ, আনে হৃদয়ে রেশ
আহা জন্মভূমি এই আমার দেশ

তবু ভরে না মন, হায় ভরে না মন
কী করে বোঝাবো যা দেখে নয়ন
সব সেরা দেশ, আনে হৃদয়ে রেশ
আহা জন্মভূমি এই আমার দেশ

শুনেছি পথে যেতে পাখির গান
সেই পাখির ছিল হায় কী যেন নাম!
বরফে ঢাকা কত ছোট্ট গ্রাম
হায় স্মৃতিতে গাঁথা আছে জুড়ায়া প্রাণ

তবু ভরে না মন, হায় ভরে না মন
কী করে বোঝাবো যা দেখে নয়ন
সব সেরা দেশ, আনে হৃদয়ে রেশ
আহা জন্মভূমি এই আমার দেশ

তবু ভরে না মন, হায় ভরে না মন
কী করে বোঝাবো যা দেখে নয়ন
সব সেরা দেশ, আনে হৃদয়ে রেশ
আহা জন্মভূমি এই আমার দেশ

তবু ভরে না মন, হায় ভরে না মন
কী করে বোঝাবো যা দেখে নয়ন
সব সেরা দেশ, আনে হৃদয়ে রেশ
আহা জন্মভূমি এই আমার দেশ

সব সেরা দেশ, আনে হৃদয়ে রেশ
আহা জন্মভূমি এই আমার দেশ

Written by:
Traditional, Shibdas Banerjee

Publisher:
Lyrics © Royalty Network

Lyrics powered by Lyric Find

Calcutta Youth Choir

Calcutta Youth Choir

View Profile
All Time Greats - Calcutta Youth Choir All Time Greats - Calcutta Youth Choir